নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ সদর উপজেলার পাবইকান্দি এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও চাকুসহ রফিকুল ইসলাম (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। তিনি করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি সদর উপজেলার পাবইকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় ২৮০ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, একটি চাকু, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোনসেট ও নগদ একহাজার টাকাসহ রফিকুল ইসলামকে গ্রেফতার করে।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার রফিকুল ইসলামকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।