বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত আহ্বায়ক ও বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান রাহুলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাজিতপুর সরকারি কলেজে এসএসসি-৯৫ ব্যাচ এর উদ্যোগে শুক্রবার বিকালে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আ ক ম গোলাম মোস্তফা, বর্তমান অধ্যক্ষ মুজিবুল হক এবং বাজিতপুর এসএসসি ব্যাচ-৯৫ এর বন্ধুমহল।
মিলাদ ও দোয়া মাহফিলে রাহুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ব্যাচ-৯৫ এর বন্ধুমহল সর্বদা প্রয়াত রাহুলের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত রবিবার ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
আপনার মন্তব্য করুন