পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “ভূমি অফিসে না এসে, ভূমি সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ শুরু হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া সুলতানা।
এ সময় আরও বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, উপজেলা সাব–রেজিস্ট্রার মহসিন উদ্দিন আহম্মেদ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, সাংবাদিক মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া সুলতানা বলেন, মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই–নামজারী, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী ভূমিহীনদের হাতে আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তর করেন।