নিজস্ব প্রতিবেদক: ‘ভূমি অফিসে না এসে, ভূমি সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২২ শুরু হয়েছে।
রবিবার সকালে কিশোরগঞ্জ সদর ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রাণালয়ের (আইন-১) উপ-সচিব ইশরাত ফারজানা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, আলম সরোয়ার টিটু, আরডিসি উবায়দুর রহমান সাহেল প্রমুখ।
অনুষ্ঠানে ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন