হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি–বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশেষ আইন–শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, কামরুজ্জামান কাঞ্চন, মো. ফিরোজ উদ্দিন, এডভোকেট সাইদুর রহমান, মো. আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকতা মো. এহছানুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ।
সভায় সম্মেলনকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যেন কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।