নিউজ একুশে ডেস্ক: নেত্রকোণা জেলার দুর্গাপুর থেকে ৩৫ বোতল বিদেশি মদসহ আইনাল হক (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি দুর্গাপুর উপজেলার শুকনাকুড়ি এলাকায় অভিযান চালায়। একটি মোটর সাইকেলে করে মদ পাচারের সময় র্যাব তাকে গ্রেফতার করে। তার কাছ মোটরসাইকেল ছাড়াও ৩৫ বোতল বিদেশি মদ (প্রতি বোতলে ৭৫০ মি. গ্রা) ও দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। তিনি দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মিনকি ফান্দাক গ্রামের দুলাল মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার আইনাল হককে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।