কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে বুধবার সন্ধ্যায় দ্রোহ-বিদ্রোহ, প্রেম-সাম্য ও মানবতার মহান কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ‘চেতনায় নজরুল’ শিরোনামে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, নাটক, প্রবন্ধ ও চিঠি পাঠ, নাচ এবং গান পরিবেশন করা হয়।
দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি বদরুল আলম নাঈমের সভাপতিত্বে বক্তব্য আলোচনায় অংশ নেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী ও কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক কবি দীপা বর্মণ, সাংবাদিক ও আবৃত্তিকার রফিকুল হায়দার টিটু, বাগরাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবি মাশহুদা খানম।
দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক জিসান আজাদের সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন সুকুমার রায় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি সরকার, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রাজীব কুমার সরকার পলাশ, নাটক পাঠ করেন ঢাকা বুলবুল ললিতকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষক আর. আই স্বপন, গান পরিবেশন করেন সারগাম ললিতকলা একাডেমির আহ্বায়ক দেবাশীষ বণিক, কন্ঠশিল্পী মোহাম্মদ নাজির উদ্দিন, জয়িতা ভৌমিক, নাচ পরিবেশন করেন বিশাল ভূঞা শান্ত, আলমগীর হোসেন, রাব্বী এবং বাদ্যযন্ত্রে ছিলেন সারগাম ললিত কলা একাডেমির সদস্য সচিব পল্টন সাহা ও তার দল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক কাকলী রায়, নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, বাচিকশিল্পী ফারিয়া জ্যোতি, নাট্যকর্মী সাব্বির আহমেদ, হাসান তারেক বাপ্পী, ছাত্রনেতা সালেহ মারুয়া, শাহরিয়ার হোসেন রিপন, ফুয়াদ হাসান আদর, প্রণয় সাহা, অ্যালেন হাসান, সংগঠনের সদস্য অঞ্জলী সাহা, সুদীপা সাহা, বৃষ্টি আক্তার, জাকিয়া সুলতানা, স্নেহা সাহা নিকিতা, আহসানুর রশিদ আবির, মো. সাজিদ, আইমান বিন হামিদ অমি, অর্পিতা সাহা প্রমুখ।
উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী ও কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকে তুলে ধরার পাশাপাশি নজরুল চর্চা বাড়াতে হবে। নজরুলকে ধারণ ও লালনের মাধ্যমে অসাম্প্রদায়িক, শোষণ-বৈষম্যহীন, শান্তিপূর্ণ, সুখী-সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে হবে।