নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শাহ আজিজুল হকের মৃত্যুতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি এক শোক বার্তায় বলেন, এডভোকেট শাহ আজিজুল হক ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ও জনপ্রিয় নেতা। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। বর্ষিয়ান এই নেতাকে এখানকার মানুষ হৃদয়ে ধারণ করবে অনেকদিন।
তিনি তার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
আপনার মন্তব্য করুন