নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপি আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করে।
দুপুরে শহরের রথখলা মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল কবীর।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন ও এডভোকেট শরীফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও নাজমূল আলম, যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, অর্থ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সহ সভাপতি ফয়েজউল্লাহ মামুন, মাজেদুল হক বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুর রহমান শাকিল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন।
বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।