নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে তুষার (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি ষাইটধার মাইজবাড়ি গ্রামের আছাব উদ্দিনের ছেলে। বুধবার রাত পৌনে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের সুরুজ আলীর ছেলে সাগরের পরকিয়া সম্পর্ক ছিল একটি মেয়ের সাথে। বিবাহিত হয়েও পরকিয়া সম্পর্কে জড়ানোর বিষয়টি সাগরের পরিবারের কাছে জানিয়ে দেয় তুষার। এ নিয়ে কিছুদিন আগে তাদের মধ্যে হাতাহাতি হয়। বুধবার রাতে তুষারকে একা পেয়ে সাগর তাকে ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সাগরসহ পাঁচজনকে আটক করে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য করুন