পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: রাস্তা থেকে ছোট ছেলেকে আনতে গিয়ে অটোরিকশার চাপায় নিহত হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবেড় গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত সুবেনা আক্তার (৪৫) মহিষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুয়াভাঙ্গা-মহিষবেড় সড়কে ছোট ছেলে রাস্তায় চলে যায়। তাকে বাঁচাতে গেলে ব্যাটারী চালিত অটোরিক্সার চাপায় সবেনা আক্তার আহত হন। তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন