ঢাকাFriday , 27 May 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রতিবেদক
-
May 27, 2022 7:19 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুবিধাবঞ্চিত সাত শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয়

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল আই কেয়ার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতাল যৌথভাবে কার্যক্রমের আয়োজন করে এতে ৪০ উর্ধ্ব বয়সের সকল নারীপুরুষ এবং ডায়াবেটিক রোগীদের চক্ষু পরীক্ষা করে ডায়াবেটিক রেটিনোপ্যাথী রোগ শনাক্ত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়

রোগীদের চক্ষু চিকিৎসা সেবা দেন দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক, ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর প্রফেসর ডা. গোলাম মোস্তফা, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. শহীদুল ইসলামসহ ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক সময় ১২ জন সহযোগী চিকিৎসক তাদের সহযোগিতা করেন

দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক বলেন, গ্রামের দরিদ্র মানুষজন চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না  ফলে অনেকেই অন্ধত্বে পরিণত হচ্ছেন তাই জাতীয়ভাবে অন্ধত্ব দূরীকরণের জন্য ন্যাশনাল আই কেয়ার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতাল যৌথভাবে কার্যক্রমের আয়োজন করে

সম্পূর্ণ বিনা খরচে চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথী রোগ শনাক্ত চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এতে এলাকার সাত শতাধিক দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন

পর্যায়ক্রমে আরও ৫ হাজার অসহায় দরিদ্র মানুষকে চক্ষু সেবা প্রদান করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন