নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি ধর্ষণ মামলার আসামি জাকির মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বনানী থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গত ৬ এপ্রিল কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন দায়ের করা মামলার আসামি সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের আব্দুল হামিদের ছেলে জাকির মিয়া। মামলার পর থেকে তিনি গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন। তাকে গ্রেফতারের জন্য র্যাব গোয়েন্দা নজরদারী শুরু করে। এক পর্যায়ে ঢাকার বনানীতে তার অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র্যাব জানায়।