পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিএসটিসির নতুন দিনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর–এ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবাশিক মেডিকেল অফিসার ডা. রেজাউল কবির কাউছার, মেডিকেল অফিসার ডা. মিথুন রানা, সহকারী সার্জন ডা. সুমাইয়া রহমান, ডা. সেতু, পিএসটিসি নতুন দিনের ডিস্ট্রিক্ট লিডার মো. ইউসুফ আলী বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে চরফরাদী ইউনিয়নের চর তেরটেকিয়া গ্রামের আব্দুল জব্বার মৌলভীর বাড়িতে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ডা. সুমাইয়া রহমান, গর্ভবতী ১৯ জন মায়ের বিভিন্ন চেকআপ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।