তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে লাইসেন্সবিহীন পাঁচ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার বিকাল ৫ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
উপজেলা সদরে অবস্থিত দি হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, সেবা ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও পুরুড়া বাজারের বিসমিল্লাহ ডায়গনিস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় এগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন। তিনি ডায়াগনস্টিক সেন্টারগুলো স্বাস্থ্য বিভাগের লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। নির্দেশনা উপেক্ষা করে কেউ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত রানা প্যাথলজি ও দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করার জন্য বলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মনোনীতা দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ মিয়া ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রউফ তালুকদার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে রবিবার বিকালে উপজেলা সদরসহ পুরুড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় চার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং পুরুড়া বাজারে অবস্থিত বিসমিল্লাহ ডায়াগনস্টিক নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। এছাড়া উপজেলা সদরের দুটি প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করার কথা বলা হয়েছে।