নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে লাইসেন্সবিহীন পাঁচ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষণা দেয় কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগ।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্ধ করে দেয়া পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে- শহরতলীর মুকসেদপুর এলাকার মেডিকেয়ার হেলথ সেন্টার, কিশোরগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতাল ও বড়পুল চক্ষু হাসপাতাল, লতিবাবাদ চরপাড়া এলাকার মুক্তি ডায়াগনস্টিক সেন্টার এবং জেলা শহরের নগুয়া বটতলা এলাকার হোসাইনিয়া হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার।
কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে এ পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করে দেয়া হয়েছে।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সীলগালা করে দেন।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম আরও জানান, কিশোরগঞ্জ শহরে মোট ১১টি অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।
এর মধ্যে রবিবার পাঁচটিতে অভিযান চালিয়ে সীলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। বাকিগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।