পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে হাপানিয়াস্থ হোসাইনীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জালাল উদ্দিন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি মো. তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, আবদুস ছাত্তার, সাইফুল ইসলাম হীরা, এরফান উদ্দিন মাস্টার, এমদাদুল হক মাসুদ, রফিকুল ইসলাম তারা মিয়া, মানছুরুল হক বাবুল, আবদুল কুদ্দুছ, বোরহান উদ্দিন সরকার, লুৎফুর রহমান মোফাজ্জল, ইলিয়াস উদ্দিন চুন্নু, এমদাদুল হক ভুলু, হারুন অর রশিদ কাজল, খলিলুর রহমান রেজুয়ান, হাবিবুর রহমান ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিনের উদ্যোগে পৌর সদরের চরপাকুন্দিয়া এলাকায় তাহের অটো রাইস মিলে পৃথকভাবে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।