ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে ট্রলার ডুবে একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন একজন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার এলংজুরী বাজার ঘাটের পাশে ঘটনাটি ঘটে।
রঙমহল বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মুন্সীহাটি গ্রামের আব্দুস ছালেকের স্ত্রী। রহমত নামে আড়াই বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে। সে ইটনা উপজেলার সদর ইউনিয়নের চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ৮ টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চরপাড়া থেকে করিমগঞ্জের চামটাঘাটের উদ্দেশ্য রওনা দেয় ট্রলারটি। ট্রলারটিতে ধানের কুড়া বোঝাই ছিল। এ অবস্থায় ট্রলারটিতে কয়েকজন যাত্রী উঠেন।
সকাল সাড়ে ৯ টার দিকে ইটনা উপজেলার এলংজুরী বাজারঘাটের পাশে পৌছানোর পর ট্রলারটি ঘুরাতে গিয়ে ডুবে যায়। এতে অন্য যাত্রীরা ট্রলারের ভিতর থেকে বের হয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বৃদ্ধ এক নারী ও আড়াই বছর বয়সী এক শিশু বের হতে পারেননি।
উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে।