হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সমাবেশের আয়োজন হোসেনপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
আরও বক্তব্য রাখেন হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেরুননেছা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. নুরুজ্জামান।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনিয়ন কমান্ডার, দলনেতা, দধনেত্রী ও ভিডিপি সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
আপনার মন্তব্য করুন