নিজস্ব প্রতিবেদক: পুলিশের উপ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
এতে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৩ জনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে কিশোরগঞ্জের পুলিশ সুপারও রয়েছেন।
জানা গেছে, মাশরুকুর রহমান খালেদ ২০০১ সালের ৩১ মে ২০ তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি অভ্যন্তরীণ প্রশিক্ষণ হিসেবে ক্রাইসিস ম্যানেজমেন্ট এন্ড হোস্টেজ নেগেসিয়েশন/ ওরিয়েন্টেশন কোর্স/ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন/ এসআইসি কোর্স/ ফাউন্ডেশন ট্রেনিং/ মিলিটারী ওরিয়েন্টেশন কোর্স ও ফিল্ড ট্রেনিং গ্রহণ করেন এবং বৈদেশিক প্রশিক্ষণ হিসেবে Course Comprehensive Security Response to Terrorism (CSRT) Course (যুক্তরাষ্ট্র) HxGN Live International Conference (চীন) Human Trafficking and Imigration Management Course (শ্রীলংকা) প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ডিএমপি, ঢাকা/ গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ-দক্ষিণ, ডিএমপি এবং গাইবান্ধা জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।
মাশরুকুর রহমান খালেদ ১৯৭৩ সালের ৫ জানুয়ারি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. গোলাম রহমান এবং মাতা মফিলা রহমান।
কর্মজীবনে অসামান্য অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিপিএম (বার) এবং আইজিপি ব্যাজ প্রাপ্ত হন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।
২০১৮ সনের ১৯ মার্চ কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সততা, কর্মদক্ষতা, বিনয়, বন্ধুবৎসলসহ নানা গুণের অধিকারী এই পুলিশ কর্মকর্তা ইতোমধ্যে কিশোরগঞ্জবাসীর হৃদয় জয় করে নিয়েছেন। বিশেষ করে করোনা মহামারীতে খাদ্য সহায়তাসহ বিভিন্নভাবে দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।