নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে গাঁজা ও হুইস্কিসহ নয়জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত পৌনে ১০টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবপুর উত্তরপাড়া এলাকার নাটালের মোড়স্থ ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালানো হয়। এ সময় ২৬ কেজি গাঁজা, তিন বোতল হুইস্কি ও নগদ একহাজার টাকাসহ নয়জনকে গ্রেফতার করে র্যাব।
তারা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কালনদর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আবু বক্কর (২২), নরসিংদী জেলার মাধবদী উপজেলার বাথুয়াদী গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে সবুজ মিয়া (২৪), একই উপজেলার কলকান্দা গ্রামের মৃত নশর মিয়ার ছেলে সুজন মিয়া (২২) (এ তিনজন বর্তমানে ছোট মাধবদী সিদ্দিক নগরে অনিক মিয়ার বাসার ভাড়াটিয়া), মাধবদী উপজেলার আনন্দী গ্রামের (বর্তমানে ছোট মাধবদী হাজীপাড়ার মোজা মিয়ার বাসার ভাড়াটিয়া) ফজলুল করিমের ছেলে জুয়েল মিয়া (২৫), ছোট গদাইর চরের মৃত আক্তার হোসেনের ছেলে সোহান (১৬), নরসিংদী জেলা সদরের বানিয়ারচড় গ্রামের (বর্তমানে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মৌলভীবাজারস্থ সজিব মিয়ার বাসার ভাড়াটিয়া) সুন্দর আলীর ছেলে জসিম মিয়া (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আকাবপুর গ্রামের খলিল মিয়ার ছেলে সজিব মিয়া (১৯), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পলবান্দা বেপারী পাড়ার পাক বেপারীর ছেলে মানিক বেপারী (২৬) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ঘাটলা গ্রামের মৃত মালেকের ছেলে মহিন উদ্দিন (২৪)।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার নয়জনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।