নিজস্ব প্রতিবেদক: “দাম কমাও, জান বাঁচাও, ভোটাধিকার ফিরিয়ে দাও” দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কমিউনিস্ট পার্টি।
আজ শুক্রবার শহরের স্টেশন রোডস্থ জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি এনামুল হক ইদ্রিস, সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক প্রমুখ।
তারা বলেন, দ্রব্যমাল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশাহারা। এ অবস্থায় সারাদেশে এক অসহনীয় পরিস্থিতি বিরাজ করছে। অবিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
বক্তারা পল্লী রেশনিং ব্যবস্থা চালু ও ন্যায্যমূল্যের দোকান চালু করার দাবি জানান। এছাড়া ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য নূরুল হুদা দুলাল, আবুল হাসেম মাস্টার, এডভোকেট হাসান ইমাম রঞ্জু, সেলিম উদ্দিন খান প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আপনার মন্তব্য করুন