পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরী। এতে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। ভার্চুয়ালী বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারওয়ার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর–এ–আলম খান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার এফ. এম নূরুজ্জামান, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আসাদুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জুসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের ৫০ জন কর্মকর্তা–কর্মচারী অংশ গ্রহণ করেন।
কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ একটি বাড়ি একটি খামার (বর্তমানে আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বিষয় নিয়ে আলোচনা করা হয়।