নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের একটি দল ৫০ কেজি গাঁজাসহ আনোয়ার সরকার (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জয়পুর মধ্যপাড়া গ্রামের মোজাম সরকারের ছেলে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরা বাড়ি গ্রামের বগার বাজার চৌরাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর আজ রবিবার বেলা সোয়া ১১টার দিকে অভিযানটি চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে ৫০কেজি গাঁজা, নগদ ২৬ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসেটসহ গ্রেফতার করে।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার আনোয়ার হোসেনকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে ত্রিশাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।