পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৯০ জন গ্রামপুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ এলাকায় নজরদারী বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন গ্রামপুলিশকে ১টি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। এরমধ্যে দুইজন নারী গ্রামপুলিশসহ উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন গ্রামপুলিশের হাতে একটি করে নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলীন শহীদ চৌধুরীর সভাপিতত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুদ্দিন, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ প্রমুখ।
নতুন বাইসাইকেল পেয়ে ভীষণ খুশি গ্রামপুলিশের সদস্যরা। এতে করে তাদের কাজের গতি আরও বেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।