নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ৪৬ কেজি গাঁজাসহ খোকন মিয়া (২২) নামে একজনকে গ্রেফতার করেছে। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানটি চালানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আখাউড়া বাইপাস মোড়স্থ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন টিটু স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ব্যাটারিচালিত একটি ভ্যানগাড়ি তল্লাশি চালিয়ে ৪৬ কেজি গাঁজা জব্দ করে। অভিযানে গ্রেফতার করা হয় খোকন মিয়াকে। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর গ্রামের আবু তাহের এর ছেলে (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার শান্তিগঞ্জে বসবাস করছেন)।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার খোকন মিয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে আখাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।