ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প ‘‘তৃণমূল পর্যায়ে ক্রীড়াপ্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২২” এর একমাসের প্রশিক্ষণ ক্যাম্প আজ মঙ্গলবার শেষ হয়েছে।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক সন্ধ্যায় প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন। গত ১৫-২২ মার্চ সারা দেশে ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায় উৎসাহী ক্রীড়া মেধাসম্পন্ন ছেলে-মেয়েরা ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রমে অংশগ্রহণ করে। ঢাকা বিকেএসপি ও সকল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসহ ২২ জেলা থেকে বাছাইকৃত একহাজার ক্ষুদে খেলোয়াড়কে বিকেএসপিতে চলমান ১৯ ক্রীড়া বিভাগে (আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, জুডো, হকি, কারাতে, শ্যূটিং, সাঁতার, টেবিলটেনিস, তায়কোয়ানডো, টেনিস, ভলিবল, উশু, কাবাডি ও স্কোয়াশ) প্রশিক্ষণ প্রদান করা হয়। এরমধ্যে ঢাকা বিকেএসপিতে ৪২১ জন ও বিকেএসপির অন্যান্য আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ৫৭৯ জন ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করা হয়।
আগামী জুলাই মাসে একমাসের ক্যাম্পে অংশগ্রহণকারী একহাজার জনের মধ্য থেকে ক্রীড়ামেধা মূল্যায়ন সাপেক্ষে বাছাইকৃত ৪০০ জনকে নিয়ে দুইমাসের একটি প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং এখান থেকে চূড়ান্তভাবে বাছাইকৃত যোগ্য প্রশিক্ষণার্থীদের ২০২৩ সালের বিকেএসপির ভর্তি কার্যক্রমে অগ্রাধিকার দেয়া হবে।
উল্লেখ্য, বিগত সময়ে বিকেএসপি পারচালিত প্রতিভা অন্বেষণ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত অনেক খেলোয়াড় বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে জাতিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। সনদ বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। (বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি)।