তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের তাড়াইলে দুস্থদের মাঝে মুরগির ঘরসহ বাচ্চা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ব্যবস্থাপনায় সহকারি কমিশনার (ভূমি) মনোনিতা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্পের আওতায় উপজেলার ৩৬৬টি দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে মুরগি পালনের ঘরসহ প্রতি পরিবারে ১৫টি করে বাচ্চা বিতরণ করা হয়।
এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরাজাহান বেগম, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন