করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আয়লা এলাকায় অটোরিকশার ধাক্কায় জান্নাত (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
নিহত জান্নাত আয়লা বড়বাড়ির ব্যবসায়ী আবুল বাশারের একমাত্র মেয়ে এবং করিমগঞ্জ পৌর এলাকার বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে করিমগঞ্জ–চামটা সড়কের আয়লা বড়বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে রাস্তা পার হওয়ায় সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এম্বুলেন্সে করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।