অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: এসএসসি পরীক্ষা শুরুর আগে প্রস্তুতি হিসেবে ১ হাজার ৫৭ জন পরীক্ষার্থীর প্রস্তুতি পরীক্ষা নিলেন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন-অর-রশিদ।
বুধবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য এ প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করা হয়।
ইউএনও নিজ উদ্যোগে দুই বিষয়ে ১০০ নম্বরের ৩ ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেন বলে জানা গেছে। ৪টি কেন্দ্রে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
স্থানীয় অভিবাবক ও শিক্ষার্থীরা বলেন, এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি মনোযোগ বৃদ্ধিসহ মেধা যাচাই সম্ভব হবে। দেশের বিভিন্ন জায়গায় এক সময় এমন ব্যবস্থা চালু হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরীক্ষার আয়োজক আষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন-অর-রশিদ জানান, করোনাভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা থমকে যাওয়া, সিলেবাস সংক্ষিপ্ত ও শিক্ষার্থীরা পড়াশুনাবিমুখ হয়ে পড়েছে। তাই তাদের উৎসাহ যোগাতে প্রাক-প্রস্তুতিমূলক এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, এ পরীক্ষা আয়োজনে সরকারি কোনো নির্দেশনা ছিল না। শিক্ষার্থীদের উপকারের জন্যই স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান। পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম দশজনক পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
শিক্ষার মান উন্নয়নে এমন উদ্যোগ নেওয়ায় প্রশংসায় ভাসছেন ইউএনও।