ঢাকাThursday , 9 June 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পাঁচ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রতিবেদক
-
June 9, 2022 4:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে চার লাখ ৯৯ হাজার ৭১৭ শিশুকে ভিটামিন  ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৭৭৪ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের এবং ৪ লাখ ৪০ হাজার ৯৪৩ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।

আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, আগামী ১২ থেকে ১৫ জুন পালিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। নিকটস্থ কেন্দ্রে শিশুদেরকে নিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। পাশাপাশি এ সংক্রান্ত কোন গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

চারদিন ব্যাপী ক্যাম্পেইনে কিশোরগঞ্জের ১৩ উপজেলার দুই হাজার ৭৭৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এরজন্য পাঁচ হাজার ৫৪৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন বলে ওরিয়েন্টেশনে জানানো হয়।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবু রঞ্জন সরকার, সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ দুলাল পণ্ডিত প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য করুন