ঢাকাবৃহস্পতিবার , ৯ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মহানবীকে (সা.) কটুক্তির প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ

প্রতিবেদক
-
জুন ৯, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মোহাম্মদকে (সা.) কটুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইমাম ও উলামা পরিষদ আজ বৃহস্পতিবার এ কর্মসূচির আয়োজন করে।

বেলা সাড়ে ১১টায় ইমাম ও উলামা পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার ব্যানারে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মিছিলটি পৌর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার জামে মসজিদের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ভারতে সংঘটিত ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

পাকুন্দিয়া উপজেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. রশিদ আহাম্মদ জাহাঙ্গীর হুসাইনীর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা ইমাম ও উলামা পরিষদের সহ সভাপতি মাওলানা ইদ্রীস আলী, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা জুবায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

বক্তারা বলেন, রাসুলের (সা.) প্রতি ভালোবাসা প্রত্যেক মুসলিম নর-নারীর মধ্যে রয়েছে। সুতরাং রাসুলকে কটাক্ষ করে কথা বলা বরদাশত করা হবে না। তারা আরও বলেন, শুধু ভরতীয় পণ্য বর্জনের মাধ্যমে নয়, বরং এ দেশ থেকে যেসব সুবিধা ভারতকে দেওয়া হয়, তা অনতিবিলম্বে বন্ধ করে দিতে হবে।

সমাবেশ থেকে বিজেপির দুই নেতাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে আইনের আওতায় নেওয়ার দাবি জানানো হয়।

মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

আপনার মন্তব্য করুন