ক্রীড়া প্রতিবেদক: সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় মানের সাঁতারু গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জে শুরু হয়েছে সাঁতার প্রশিক্ষণ।
আজ শনিবার বেলা ১১ টায় সদর উপজেলার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে সাত দিনের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।
সাঁতার প্রশিক্ষণে কিশোরগঞ্জ জেলার ৬টি স্কুলের ১৫ জন বালক এবং ১৫ জন বালিকা অংশ নিচ্ছে। কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: আব্দুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন আরা আহমেদ।
সাঁতার প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল- আমিন জানান, প্রতি বছর অনেক শিশু সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা যায়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় মানের সাঁতারু গড়ার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।