ঢাকাশনিবার , ১১ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাট বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
-
জুন ১১, ২০২২ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে নিধু মিয়া (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে ঘটনাটি ঘটলেও আজ শনিবার শিশুটির বাবা বাদী হয়ে নিধু মিয়ার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেছেন। নিধু মিয়া একই গ্রামের মৃত কেওয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে ওই শিশুটি তার বাড়ির সামনে ঘোরাফেরা করছিল। এ সময় নিধু মিয়া তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের একটি মাঠে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে নিধু মিয়া পালিয়া যান। পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান তারা।

এ বিষয়ে শিশুটির বাবা স্থানীয় মেম্বার ও মাতাব্বরদের কাছে বিচার দেন। মাতাব্বররা নিধু মিয়ার বিচার করতে ব্যর্থ হন। পরে আজ শনিবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল জানান, তিনি ঘটনাটি শুনেছেন । এ ঘটনায় মেয়ের পরিবারের লোকজন নিধু মিয়াকে মেরে রক্তাক্ত করেছে। মামলার বাদী ও বিবাদীর মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে আগে থেকেই বিরোধ চলে আসছে বলেও জানান তিনি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি তার পরিবারের জিম্মায় রয়েছে। আগামীকাল রবিবার তার ডাক্তারি পরীক্ষা করানো হবে। নিধু মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন