নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওপর হামলা, লাঞ্ছনা ও কটুক্তির প্রতিবাদে ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষকরা।
আজ রবিবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গুরুদয়াল সরকারি কলেজ ইউনিট কলেজের প্রধান ফটকে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন বক্তারা বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কর্মস্থলে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গফরগাঁও সরকারি কলেজে সংঘঠিত ঘটনার প্রতিবাদে আজ আমরা পূর্ণ কর্মবিরতিসহ মানববন্ধন কর্মসূচি পালন করছি। এ ঘটনায় দায়ী সন্ত্রাসীদের গ্রেফতার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা আরও বলেন, গত শুক্রবার (১০ জুন) বিবিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এই ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, এই কলেজে অতীতেও পরীক্ষার দায়িত্বে কর্মরত শিক্ষিকাকে ছুরিকাঘাতের মতো নৃশংস ঘটনা এবং অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় এই কলেজটিতে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই অপরাধমূলক ঘটনার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে পরিস্থিতি উন্নয়নের ব্যবস্থা না করলে শিক্ষা ক্যাডারের সকল কর্মকর্তাকে এই কলেজ থেকে প্রত্যাহার করা হবে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি অবিলম্বে এই ঘটনার মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় শিক্ষা ক্যাডার কর্মকর্তসদের নিরাপত্তার স্বার্থে সমিতি আরও কঠিন কর্মসূচি ঘোষণা করবে।
মানববন্ধনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর আ ন ম মুশতাকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জামালুর রহমান, বাংলা বিভাগের প্রধান সাবেরা পারভীন, প্রফেসর ইমতিয়াজ আহমেদ তানভীর, প্রফেসর আজহারুল ইসলাম, প্রফেসর রোকসানা আক্তার, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক আল আমিন, মোফাজ্জল হোসেন, আবুল বাশার সৌরভ প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার (৮ জুন) দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঁদার দাবিতে ছাত্রলীগের কর্মীরা গফরগাঁও সরকারি কলেজে ভাঙচুর ও দুই শিক্ষককে আটকে রেখে মারধর করে।