ঢাকাSunday , 12 June 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে নারী চিকিৎসকের পথ আটকে অশালীন আচরণ, পাঁচ তরুণের ছয় মাসের কারাদণ্ড

প্রতিবেদক
-
June 12, 2022 4:14 pm
Link Copied!

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে এক নারী চিকিৎসকের পথ আটকে অশালীন আচরণ করার দায়ে ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ কারাদণ্ড প্রদান করেন। এর আগে শনিবার মিঠামইন থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মিঠামইন সদর উপজেলার ইসলামপুর গ্রামের রতন মিয়ার ছেলে তরিকুল (২০), বিল্লাল মিয়ার ছেলে ইমন (১৮), দুলাল মিয়ার ছেলে রাতুল মিয়া (১৯), আমির হোসেনের ছেলে মো. নয়ন (১৯) ও শামীম মিয়ার ছেলে উৎসব (১৯)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানা পুলিশের সহায়তায় দণ্ডপ্রাপ্তদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা সবাই স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মিঠামইন থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহনাজ আক্তার হাসপাতালের জরুরী বিভাগ থেকে ডিউটি শেষে উপজেলা পরিষদের আবাসিক এলাকায় বাসায় ফিরছিলেন। এ সময় কিশোর গ্যাংয়ের এই ৫ সদস্য রাস্তা আটকে তার সঙ্গে অশালীন আচরণ করেন। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল সাফীকে অবগত করলে তিনি মিঠামইন থানায় অভিযোগ দেন। বিষয়টি ষবগত হয়ে ওসি কলিন্দ্র নাথ গোলদার তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ ফোর্সকে নির্দেশ দেন। শনিবার বিভিন্ন জায়গা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

আপনার মন্তব্য করুন