ঢাকাসোমবার , ১৩ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে চার শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ

প্রতিবেদক
-
জুন ১৩, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জে বখাটেদের দ্বারা চার শিক্ষিকা হেনস্তার প্রতিবাদ বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকশিক্ষার্থীরা। পরীক্ষা বন্ধ রেখে করিমগঞ্জের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ সোমবার এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত চলে বিক্ষোভ কর্মসূচি

খবর পেয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী এবং পুলিশের উর্ধতন কমকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।

উল্লেখ্য, করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় রবিবার বিকাল টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে হেনস্থার শিকার হন শিক্ষিকারা। বখাটেরা করিমগঞ্জের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন তালিয়াপাড়া এলাকায় শিক্ষিকাদের বহন করা অটোরিকশার গতিরোধ করে চার শিক্ষিকার শরীরে গোবর ও কাদা মিশ্রিত পানি ছুড়ে মারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদেরকে বিদ্যালয়ে আসাযাওয়ার পথে / বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। মোবাইলফোনে তাদের ছবিও তুলত। রবিবার প্রথম সাময়িক পরীক্ষা চলাকালীন বখাটেরা বিদ্যালয়ে প্রবেশ করে দুই ছাত্রীর সঙ্গে দেখা করে। দৃশ্য দেখে শিক্ষিকা শাহনাজ পারভীন, শাহনাজ পারভীন, লাভলী রাণি পাল তানিয়া ছিদ্দিকী তাদের বিদ্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। 

ছুটি শেষে চার শিক্ষিকা অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন তালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বখাটেরা অটোরিকশাটি থামায়। পরে শিক্ষিকাদের শরীরে গোবর কাঁদা মিশ্রিত ময়লা পানি ছুঁড়ে মারে

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম সিদ্দিকী জানান, উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার জন্য শিক্ষকদেরকে বলা হয়েছে। এখনো কেউ অভিযোগ দেননি। এ ঘটনায় জড়িত বখাটেদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছেন ওসি।

আপনার মন্তব্য করুন