নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে চাপতিসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। আজ মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্ত:জেলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, একটি ছিনতাইকারীচক্র গভীর রাতে ইজিবাইক ছিনতাই, যাত্রাপথে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়াসহ সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি করে আসছে। গোপন সংবাদে প্রাপ্ত এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র্যাব গোয়েন্দা নজরদারি চালায়। এরই পরিপ্রেক্ষিতে র্যাবের দলটি গাইটাল বাস্টস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতিসহ তিনজনকে গ্রেফতার করে।
তারা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বড়খাপন সরকার বাড়ির (বর্তমানে মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া (মধ্যপাড়া) এলাকার জনৈক মাহবুব মিয়ার বাসার ভাড়াটিয়া) শাহীন মিয়ার ছেলে ফাহিম (১৬), কলাপাড়া (মধ্যপাড়া) এলাকার মৃত রহমত দুলালের ছেলে হযরত আলী (১৭) ও একই এলাকার আলমগীরের ছেলে জুবায়ের (১৭)।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার তিনজনকে ছিনতাইকারী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।