নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মো. চাঁন মিয়ার (৬০) বাড়ি সগড়া এলাকায়।
নিহতের ছেলে রমজান আলী জানান, বাড়ির সীমানা নিয়ে তারই চাচা আঙ্গুর মিয়ার সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার শালিস দরবারও হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। আঙ্গুর মিয়া ও তার ছেলেরা কাউকেই মানে না। তিনি জানান, আঙ্গুর মিয়া দীর্ঘদিন ধরে তার বাবাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ কারণে গত দুই মাস আগে তার বাবা থানায় জিডিও করেছেন। বুধবার বিকালে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তার বাবাকে হত্যা করেছে বলে ছেলে রমজান আলী অভিযোগ করেন।
নিহতের প্রতিবেশী ও বন্ধু আঞ্জু মিয়া জানান, অভিযুক্ত আঙ্গুর মিয়া এক মাস যাবত চাঁন মিয়াকে হত্যার জন্য চেষ্টা করে আসছেন। সাপ্তাহখানেক আগেও একবার চেষ্টা করেছেন। সে সময় তিনি সাথে থাকার কারণে সুযোগ পায়নি। বুধবার সন্ধ্যার আগেও আঞ্জু মিয়ার সাথে বাজারে বসে চা পান করেছেন চাঁন মিয়া। চা পান শেষে ক্ষণিকের জন্য বাড়িতে যান তিনি। বাড়িতে প্রবেশের আগমুহূর্তে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আঙ্গুর। পরে মুমূর্ষু অবস্থায় চাঁন মিয়াকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আক্ষেপ করে আঞ্জু মিয়া বলেন, ভাই হয়ে ভাইয়ের বুকে ছুরি চালাতে হাতটা একটুও কাঁপলো না তার?
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।