নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বারকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে চান্দালী মেম্বারকে অব্যাহতির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জামেল হক আবীর, সাবেক কমান্ডার আবুবকর সিদ্দিক, সাবেক ডেপুটি কমান্ডার আহম্মদ আলী, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমান গোলাপ, বীর মুক্তিযোদ্ধা সুবাস চন্দ্র দাস প্রমুখ।
উল্লেখ্য, নিকলী উপজেলার ষাইটধার গ্রামে গৌরাঙ্গ সাহার পুকুরপাড়ে গত ২৬ মে আসাব মিয়ার ছেলে তুষার ( ২৩ ) খুন হয়। এ খুনের মামলায় বীর মুক্তিযোদ্ধা চারবারের সাবেক ইউপি মেম্বার মো. চান্দালীকে প্রধান আসামী করা হয়।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।