বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন আজ বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
বলিয়ার্দী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
সম্মেলন উদ্বোধন করেন বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল-হাসান। প্রধান
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী সজীব।
বলিয়ার্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জয় শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সদস্য নূর মোহাম্মদ, মোবারক হোসেন ভূইয়া, বলিয়ার্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামছুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া ও বলিয়ার্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম।
সঞ্চালনা করেন বলিয়ার্দী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন পলাশ রানা।
সম্মেলনে সভাপতি পদে মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পদে কিবরিয়া আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান আপনকে নির্বাচিত করা হয়।