বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও আজ শুক্রবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিকালে হিলচিয়া বাজারের ঝন্টু সাহার ব্রয়লার মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
সম্মেলন উদ্বোধন করেন বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল-হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী সজীব।
হিলচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রকিবুল হাসান শিবলী, সহ সভাপতি ঝন্টু কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির খান কাসেদ, বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ।
সঞ্চালনা করেন হিলচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রায়হান মিয়া।
সম্মেলনে মো. রাসেল মিয়াকে সভাপতি ও ইফতেখার হোসেন রিয়াদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।