ঢাকাশুক্রবার , ১৭ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বজ্রপাতে প্রাণ হারিয়েছে তিন শিক্ষার্থী

প্রতিবেদক
-
জুন ১৭, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন তিন শিক্ষার্থী।
আজ শুক্রবার দুপুরে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান জানান, বজ্রপাতে নিহত তিন শিক্ষার্থীর মধ্যে দুইজন মাদ্রাসাছাত্র ও একজন স্কুলছাত্র। তারা হলেন পংকরহাটি গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে মো. সাঈদ মিয়া (১২), মো. বিল্লাল হোসেনের ছেলে মো. শাওন (৮) ও মো. হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১০)।

স্থানীয়রা জানান, কয়েকজন ছেলে জাল দিয়ে এলাকার একটি খালে মাছ ধরতে যায়। দুপুরের দিকে মুষলধারে বৃষ্টিপাত এবং বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে সাঈদ, শাওন ও স্বাধীন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।

আপনার মন্তব্য করুন