নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হাওরে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আজ শনিবার হাওরের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে এসব ত্রাণসামগ্রি বিতরণ করেন।
হাওরের বিভিন্ন এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, বাজারসহ বিভিন্ন স্থানে ঢলের পানি প্রবেশ করেছে। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ইতোমধ্যে হাওরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করতে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে আজ শনিবার তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম ঘুরেছেন। অনেক এলাকায় পানি ঢুকেছে উল্লেখ করে তিনি জানান, আক্রান্ত মানুষদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় নৌকাও প্রস্তুত রাখা হয়েছে।
সরকারিভাবে এখন পর্যন্ত দুই হাজার প্যাকেট শুকনা খাবার, ১৪০ মেট্রিক টন চাল ও নগদ আড়াই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থানে এসব ত্রাণসামগ্রি বিতরণ করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও জানান, বন্যা মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।