ঢাকাSaturday , 18 June 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হাওরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণসামগ্রি বিতরণ

প্রতিবেদক
-
June 18, 2022 5:27 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হাওরে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আজ শনিবার হাওরের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে এসব ত্রাণসামগ্রি বিতরণ করেন।

হাওরের বিভিন্ন এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, বাজারসহ বিভিন্ন স্থানে ঢলের পানি প্রবেশ করেছে। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ইতোমধ্যে হাওরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করতে উপজেলা প্রশাসন জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে আজ শনিবার তিনি ইটনা, মিঠামইন অষ্টগ্রাম ঘুরেছেন অনেক এলাকায় পানি ঢুকেছে উল্লেখ করে তিনি জানান, আক্রান্ত মানুষদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে জন্য প্রয়োজনীয় নৌকাও প্রস্তুত রাখা হয়েছে

সরকারিভাবে এখন পর্যন্ত দুই হাজার প্যাকেট শুকনা খাবার, ১৪০ মেট্রিক টন চাল ও নগদ আড়াই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থানে এসব ত্রাণসামগ্রি বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসক আরও জানান, বন্যা মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য করুন