নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের আট দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার বিকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আবৃত্তিকার ম. ম জুয়েল, সংগীতশিল্পী মজিবুর রহমান, সংগীতশিল্পী বাবুল ভূইয়া, সংগীতশিল্পী আবুল কালাম, বাউল হারিছ মোহাম্মদ, সংগঠক জিয়াউর রহমান, গীতিকার ও সুরকার বিনয় সরকার, সংগঠক এডভোকেট সমর কান্তি সরকার, তবলা বাদক মফিজ মিয়া, সংগীতশিল্পী সময়েল সাংমা, সংগীতশিল্পী কাজী আহমেদ রাজু, ম্যাগাজিন অনুষ্ঠান উল্লাসের পরিচালক গাজী মাজহারুল ইসলাম আশিক, সংগীতশিল্পী জহিরুল হাসান (রুবেল) প্রমুখ।
বক্তারা সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ব ঘোষিত জাতীয় বাজেটের শতকরা একভাগ সংস্কৃতি খাতে বরাদ্দ, প্রত্যেক উপজেলায় আধুনিক সুবিধা সংবলিত ৫০০ আসনের আধুনিক মিলনায়তন নির্মাণ, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মৃতিভবন নির্মাণ, ঢাকাসহ দেশের মহানগরগুলোতে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত ৭০০ আসনের মিলনায়তন নির্মাণ, অস্বচ্ছল শিল্পীদের মাসিক অনুদান ১০ হাজার টাকা নির্ধারণ, প্রতি উপজেলায় একজন করে শিল্পকলা আফিসার নিয়োগ, বেতার-টেলিভিশনসহ সরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে শিল্পীদের সন্মানী প্রদান, জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করা, সংস্কৃতিকর্মীদের আবাসনের জন্য সংস্কৃতিপল্লী নির্মাণসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে সর্বস্তরের সংস্কৃতি কর্মীরা অংশগ্রহণ করেন।