বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবলীগের বর্ধিত সভা শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, যুবলীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী ও বাজিতপুর পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ।
বাজিতপুর উপজেলা যুবলীগের সভাপতি গোলাম রসুল দৌলতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল। বিশেষ বক্তা ছিলেন যুবলীগ কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক মো. আতাউর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল ও রুহুল আমিন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য
এডভোকেট তানভীর হাসান শাহিন।
বর্ধিত সভায় বক্তারা আগামী ২৯ জুন বুধবার বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।