ঢাকারবিবার , ১৯ জুন ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবের মেঘনায় রাইস মিল ধসে দুই শ্রমিক নিখোঁজ

প্রতিবেদক
-
জুন ১৯, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরে একটি রাইস মিল ধসে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।

আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ভৈরবের বাজারঘাট এলাকার খাজা রাইস মিলে দুর্ঘটনাটি ঘটে।

ভৈরব পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিন জানান, মাস খানেক আগে রাইস মিলের পাশ থেকে বালু উত্তোলন করার পর থেকে এটি হুমকির মুখে পড়ে। অতিরিক্ত পানির তোড়ে আজ সকাল সাড়ে ৭ টার দিকে রাইস মিলটি ধসে পড়ে। এতে দুই শ্রমিক নিখোঁজ হন।

নিখোঁজ দুজন হলেন হবিগঞ্জ জেলার লাখাই এলাকার রহমত উল্লাহর ছেলে মো. শরীফ মিয়া (৩০) ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে মো. মুস্তাকিম (২৪)।

তারা দুজনই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, খবর পেয়ে জেলা সদর থেকে ডুবুরিদল সেখানে গিয়ে উদ্ধার কাজ করছে। উদ্ধার কাজ চলছে। তবে প্রবল স্রোতের কারণে বেগ পেতে হচ্ছে।

আপনার মন্তব্য করুন