নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে কান্দাইল দারুচ্ছালাম দাখিল মাদরাসার সুপার মো: আবু বকর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে খাকশ্রী নূরুল উলুম ডি. এস আলিম মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক শাহ আলম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত করিমগঞ্জ ছোবহানিয়া মাদরাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কিরাটন ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মো: আমিনুল্লাহ ও প্রিসাইডিং অফিসার করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহজাহান সিরাজ।
নির্বাচনের ফলাফল অনুযায়ী সভাপতি প্রার্থী কান্দাইল দারুচ্ছালাম দাখিল মাদরাসার সুপার আবু বকর ছিদ্দিক চেয়ার প্রতীকে ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাত্রাপাড়া আর্দশ দাখিল মাদরাসার সুপার জাহেদ উদ্দীন ছাতা প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে খাকশ্রী নূরুল উলুম ডি. এস আলিম মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক মো: শাহ আলম চশমা প্রতীকে ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিয়ামতপুর আলিম মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক মো: মাহবুবুর রহমান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১২১ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে করিমগঞ্জ ছোবহানিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবদুল্লাহ, সহ সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব রঙ্গুখান মেমোরিয়াল মহিলা আলিম মাদরাসার গণিত বিভাগের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, কোষাধ্যক্ষ পদে দেওপুর আসাদুল হক বালিকা দাখিল মাদরাসার সহকারী মৌলভী মো: আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক পদে ঝাউতলা আনোয়ারীয়া আলিম মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মো: মুহসিন উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক পদে নিয়ামতপুর আলিম মাদরাসার সহকারী শিক্ষক জেরিন ফেরদৌস রুনা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ৩০০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৯২ জন।