নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান আজ বুধবার কিশোরগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
সকালে তিনি করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা ও মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের ৭নং দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনা খাবার ও ত্রাণসামগ্রি বিতরণ করেন।
এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রি মজুদ রয়েছে। বন্যা কবলিত এলাকার চাহিদা অনুযায়ী ত্রাণসামগ্রি বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যা কবলিত এলাকার প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। তারা সবাই মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। বন্যার ক্ষতি পুষিয়ে দিতেও সরকার বদ্ধ পরিকর বলেও জানান তিনি।