অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়ক নিয়ে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বুধবার দুপুরে অষ্টগ্রাম জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় দেড় কিলোমিটার ব্যাপী মানববন্ধনে অংশ নেন কয়েক হাজার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, অষ্টগ্রামের ইতিহাসে সর্ববৃহৎ এ মানববন্ধনে ৮টি ইউনিয়নের স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী, স্কাউটার, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক, জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দরী বাচ্চু, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমস প্রমুখ।
বক্তারা বলেন, বন্যার জন্য ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ককে দায়ি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে চক্রান্তমূলকভাবে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। যা বাস্তবতা বিবর্জিত। তারা বলেন, সম্প্রতি বেশ কয়েকটি মিডিয়ায় সিলেট ও সুনামগঞ্জের বন্যার জন্য এই সড়কটিকে দায়ি করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যে প্রতিবেদনের কোন ভিত্তি নেই। এই প্রতিবেদনগুলো উদ্দেশ্য প্রণোদিত। হাওরের এ সড়কটিকে হাওরবাসীর স্বপ্নের সড়ক হিসেবে উল্লেখ করে তারা বলেন, একটি স্বার্থান্বেষী চক্র ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তারা আরও বলেন, অলওয়েদার সড়কটি নির্মাণ হওয়ার আগেও এতদঞ্চলে বন্যা হয়েছে। অনেক গ্রাম বিলীন হয়েছে। পানি প্রবাহের জন্য সড়কটিতে প্রয়োজনীয় সংখ্যক ব্রীজ, কালভার্ট রয়েছে উল্লেখ করে তারা বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে এ সড়কের দুধারে সমপরিমাণ পানি রয়েছে। পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সড়কের দুধারে সমপরিমাণ পানি থাকতোনা। তাছাড়া বিশেষজ্ঞদের পরীক্ষা নিরীক্ষার পরই সড়কটি নির্মাণ করা হয়েছে।
সকল গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে হাওরবাসী একাট্টা বলে উল্লেখ করেন তারা।
মানববন্ধনে অধ্যাপক সৈয়দা নাসিমা আক্তার রিতা, উপজেলা আওয়ামী লীগ নেতা ছায়েদুর রহমান সাইদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাছেদ মিয়া, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মন্নাফ প্রমুখ উপস্থিত ছিলেন।